English Street Rangpur

English Street Rangpur

Vocabulary - 1 # The Use of "Leak"




আজকের শব্দটি হচ্ছে leak । এটি একটি verb । এটির অর্থ কমবেশি সবাই জানি । আর তা হচ্ছে কোনকিছু দিয়ে পানি / তেল / গ্যাস ইত্যাদি কোন তরল পদার্থ বের হয়ে যাওয়া ।

চলুন কিছু বাক্য দেখি ।

The roof always leaks when it rains.
= যখনই বৃষ্টি হচ্ছে তখনই ছাদ দিয়ে পানি পড়ে ।
The fuel tank of my bike is leaking.
= আমার বাইকের ট্যাংক থেকে তেল বের হয়ে যাচ্ছে ।

আবার, কোন গোপন সংবাদ ফাঁস করে দেয়া অর্থেও আমরা verb টিকে ব্যবহার করতে পারি ।
There must be someone who is leaking information to the press.
=কেউ তো আছে যে প্রেসের কাছে তথ্য ফাঁস করে দিচ্ছে ।

কোন সংবাদ যদি leak out হয়ে যায়, তারমানে হচ্ছে সবাই সে ব্যাপারে জেনে গিয়েছে ।
No sooner had the news of his father's being affected with Covid-19 leaked out, strangers started calling him desperately.
= তার বাবার কোভিড - ১৯ এ আক্রান্ত হবার খবর ছড়িয়ে পড়তে না পড়তেই, অচেনা মানুষজন মরিয়া হয়ে তাকে ফোন দিতে থাকে ।

আবার, urinate অর্থাৎ মূত্র বিসর্জন করার ক্ষেত্রেও খুবই informal situation এ take a leak এই expression টি ব্যবহৃত হয় ।

Nihan got out of the car and took a leak in the bushes there.
= নিহান গাড়ি থেকে নামল এবং সেখানকার বাঁশঝাড়ে গিয়ে হিসু করে আসল ।

That's all for now!

No comments

PLSCR Home Test - 2022 / Class Four (Test - 1) / By Sumon Tourid Sir

প্রিয় শিক্ষার্থীরা, নিচে পিকচারটি সেইভ করে নাও এবং ১২ই ফেব্রুয়ারির মধ্যে সলভ করে ছবি তুলে আমার Whatsapp ID তে পাঠিয়ে দাও । Whatsapp ID Numbe...

Powered by Blogger.