English Street Rangpur

English Street Rangpur

Rules of Articles for JSC / SSC / HSC students (Part - 2)

Uses of A / an

A / An এর সাধারণ Meaning হচ্ছে একটি বা একজন সাধারণত যে Word টির পূর্বে Article বসাতে হবে তা যদি Singular Countable Noun হয় এবং Sentence এর meaning একটি বা একজন কথাটি আসে তবে অবশ্যই  তার সামনে A / An বসে
এখন A বসবে না An বসবে তার জন্য সাধারণ কিছু নিয়মাবলী নিচে উল্লেখ করলামঃ
1. যদি Word টি কোন Vowel (a, e, I, o, u) দিয়ে শুরু হয় তবে তার সামনে সাধারণত An বসে আর যদি Word টি কোন Consonant দিয়ে শুরু হয় তবে তার সামনে সাধারণত A বসে Examples দেখ:
a plane, an orange, an umbrella, an ice-cream, a football, a computer etc.
কিন্তু এক্ষেত্রে কিছু ব্যাতিক্রমও আছে-

2. Word টিতে U / E - এর উচ্চারণ যদিইউএর মত হয় তবে তার পূর্বে an না বসে a বসে
নিচের words গুলোতে U / E এর উচ্চারণইউএর মত তাই এদের সবার সামনেই a বসবে
University, Unique, Union, Unit, Uniform, Ubiquitous (সর্বব্যাপী), Ukulele (এক ধরণের গিটার), unicameral (এককক্ষ বিশিষ্ট), Unicellular (এককোষী), Unicorn (রূপকথায় সিংহের মত প্রাণী), Unison (মিল), Universal (বিশ্বজনীন), Usable (ব্যাবহার উপযোগী), Usual (সাধারণ), Usury (সুদখোর), Utopian (আকাশকুসুম), Ewe (ভেড়ি/ Ram এর feminine gender), Ewer (বড় কলসি বা জগ), Europian…………………………………………………..

3. O এর উচ্চারণ কোথাওওয়াএর মত হলে তার পূর্বে a বসে যেমনঃ One Once Examples দেখঃ
(i) I have a one-taka note.    (ii) He is a one-eyed man.  (iii) His father was a once-famous leader.

4. কোন Word এর প্রথম অক্ষর যদি “H” হয় এবং তা যদি অনুচ্চারিত থাকে তবে তার পূর্বে সর্বদা an বসে এরকম কিছু Words নিচে খেয়াল কর যেখানে h অনুচ্চারিত থাকে Honest (অনেস্ট), Honour (অনার), Honourable (অনারাবল), Honourary (অনারারি) , Heir (এয়ার) etc.

5. কারও পেশা বোঝাতে a / an বসে । যেমনঃ (i) My father is a teacher. (ii) She is a nurse. (iii) You are a doctor. (iv) His husband is an army officer.

6. কারও জাতীয়তা বা ধর্মীয় পরিচয় বোঝাতে । যেমনঃ (i) I am a Bangladeshi. (ii) He was a Muslim.

7. Abbreviation বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরটি Vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে এবং Consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে Examples দেখঃ
(i) He is an M.B.B.S .    (ii) He is a B.Sc .  (iii) His father is an S.P. (iv) She sent me an sms.
(v) His uncle is an LLB. (vi) The man was an MP.

8. কিছু Words যেমন Few, little, lot of, number of, amount of, good deal of, great many etc এগুলোর পূর্বে a বসে । Examples দেখঃ
(i) He spent a lot of time there.  (ii) He left a little amount of money.  

9. কোন singular common noun এর পূর্বে অনির্দিষ্টটা বোঝাতে a/an বসে ।
(i) I bought an umbrella. (ii) We were walking by a river. (iii) Smita is eating a mango. (iv) I need to buy a book.

10. অনির্দিষ্টভাবে নির্দেশ করতে কখনও কখনও বারের নামের আগে a বসতে পারে । যেমনঃ
(i) He was born on a Sunday. (ii) Her father died on a Friday.  (iii) The boy met me on a Friday.

11. hundred, thousand, million, dozen, couple, score ইত্যাদির পূর্বে অন্য কোন সংখ্যাবাচক শব্দ না থাকলে a বসে ।
(i) My mother gave me a hundred taka note.   (ii) There lived about a thousand villagers.

12. Rather, such, many ইত্যাদির পরে singular noun আসলে সেক্ষেত্রে a / an বসে ।
(i) You are such a coward. (ii) Many a student was present there. (iii) He is rather a fool.

13. কোন singular common noun দিয়ে যদি পুরো জাতি বা শ্রেণিকে নির্দেশ করা হয় তবে তার পূর্বে a/ an বসে ।
(i) A student should respect his teachers.(ii) An uneducated person can do little good to the society.

14. অনেক ক্ষেত্রে on, per ইত্যাদি preposition গুলো উহ্য থাকলে সেখানে a / an বসে ।
(i) The man went a (on) hunting.  (ii) Rice sells 40 tk a (per) kg. (iii) He can run 10km an (per) hour.

15. very অর্থে most এর পূর্বে a বসে ।
(i) Bangladesh is a most beautiful country. (ii) She leads a most happy life.

16. so, too, as, how + Adjective + ____ + Noun । এরকম ক্ষেত্রে a বসে ।
(i) He is so good a person. (ii) The girl was too talented a student. (iii) How intelligent a girl she is!

17. কোনকিছুর সঙ্খ্যা একটি বোঝাতে a বসে ।
(i) Seven days make a week.    (ii) Eleven players form a football team.

18. Exclamation বোঝাতে what / how এর সাথে a / an বসে ।
(i) What a clever boy he is!  (ii) How delicious an item!

19. Proper Noun যদি common noun হিসেবে ব্যাবহ্রিত হয় তার পূর্বে a বসতে পারে । 
(i) A Mr. Ahmed has come to meet you. (ii) Yesterday I met a Selim. (iii) A mita has phoned.

20. কিছু Phrase যেমন in a body, in a hurry, in a body, in a temper, in a nutshell, in a fix, in a merry, in a rage, a man of character, a man of principle, a man of letters, come to a close, come to an end ইত্যাদিতে a বসে ।  
(i) I am in a hurry now.  (ii) They went to the headmaster in a body. (iii) Tell us the story in a nutshell.


21. কোন verb কে যখন noun হিসেবে ব্যবহার করা হয়, তার পূর্বে সাধারণত a বসে । যেমনঃ (i) Let us go out for a walk. (ii) Let me have a go / wash. (iii) They went for a swim. (iv) He took a run. 

Part - 1 এর জন্য এখানে ক্লিক করুনঃ https://englishstreet24.blogspot.com/2018/12/rules-of-articles-for-jsc-ssc-hsc.html

Part - 3 এর জন্য এখানে ক্লিক করুনঃ https://englishstreet24.blogspot.com/2018/12/rules-of-articles-for-jsc-ssc-hsc_3.html

No comments

PLSCR Home Test - 2022 / Class Four (Test - 1) / By Sumon Tourid Sir

প্রিয় শিক্ষার্থীরা, নিচে পিকচারটি সেইভ করে নাও এবং ১২ই ফেব্রুয়ারির মধ্যে সলভ করে ছবি তুলে আমার Whatsapp ID তে পাঠিয়ে দাও । Whatsapp ID Numbe...

Powered by Blogger.