English Street Rangpur

English Street Rangpur

Rules of Articles For JSC / SSC / HSC students (Part - 1)

সাধারণ আলোচনাঃ

বলতে গেলে Articles অনেক easy একটি grammatical item J.S.C. এবং H.S.C. পরীক্ষায় এটি Fill in the gaps আকারে থাকে J.S.C. এবং HSC উভয় পরীক্ষাতেই ১০ টি gaps এর জন্যে 5 marks থাকে ।  মনে রাখতে হবে, gaps পূরণ করতে গিয়ে কোথাও যদি article না বসে তবে সেখানে (×) বসাতে হবে নিচে সংক্ষেপে articles এর পরিচিতিসহ এর সাধারণ rules বা নিয়মগুলো আলোচনা করা হল  

Articles এর পরিচিতিঃ

ইংরেজিতে কোন কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বুঝানোর জন্য ব্যবহৃত a, an এবং the এই তিনটি word কে Article বলা হয় তবে পরিচয়গত দিক থেকে এরা প্রত্যেকেই এক একটি Adjective কারণ এরা Noun কে Modify করে যদিও Articles এর সাথে সাধারণ Adjective এর কিছু পার্থক্য আছে  
A, An এবং The এই তিনটি Articles কে আবার দুটি ভাগে ভাগ করা যায় যথাঃ
(i)             Indefinite Article      (ii) Definite Article

Indefinite article:

ইংরেজিতে A এবং An কে Indefinite Article বলা হয় কেননা কোন কিছুকে অনির্দিষ্ট করে বুঝানোর জন্য বা শুধু সংখ্যা নির্দেশ করার জন্য A বা An ব্যবহৃত হয় এরা সাধারণত Singular Countable Noun এর পূর্বে বসে অর্থগত দিক থেকে A বা An এর মধ্যে কোন পার্থক্য না থাকলেও ব্যবহারের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে যা এই শীটে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ

Definite Article:

‘The’ কে Definite Article বলা হয় কারণ তা কোন কিছুকে অর্থাৎ বিশেষ কোন ব্যক্তি, বস্তু, প্রাণী বা কোন বিষয়কে নির্দিষ্ট করে বোঝানোর জন্যে ব্যবহৃত হয় Definite Article “The”, Countable বা Uncountable এবং Singular বা Plural সবক্ষেত্রেই ব্যবহৃত হয়

article ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতার ব্যাপারটি পরিষ্কার হতে নিচের situation টি অনুধাবন করার চেষ্টা কর ।  ধরো, কেউ একজন দোকানে এসেছে কলম কিনতে সে যখন normally কোন দোকানদারের কাছে কলম চাইবে তখন সে বলবে
Hello, Give me a pen, please । (এক্ষেত্রে সে কোন কলম নির্দিষ্ট করে বলে নি so, দোকানদার তাকে যে কোন একটি কলম দিতে পারে)
এরপরে ধর দোকানদার লাল, নীল , সবুজ, হলুদ ইত্যাদি অনেক ধরণের কলমের দিকে নির্দেশ করে তার কাছে জানতে চাইল যে সে কোন কলমটা চায় এবং এবার যখন সে লাল, নীল, সবুজ অথবা হলুদের মধ্য থেকে নির্দিষ্ট করে একটা কলম চাইবে তখন সে বলবে – Give me the red pen, please (লাল কলমটি চাইল সে

Part - 2 এর জন্য এখানে ক্লিক করুনঃ https://englishstreet24.blogspot.com/2018/12/rules-of-articles-for-jsc-ssc-hsc_7.html

No comments

PLSCR Home Test - 2022 / Class Four (Test - 1) / By Sumon Tourid Sir

প্রিয় শিক্ষার্থীরা, নিচে পিকচারটি সেইভ করে নাও এবং ১২ই ফেব্রুয়ারির মধ্যে সলভ করে ছবি তুলে আমার Whatsapp ID তে পাঠিয়ে দাও । Whatsapp ID Numbe...

Powered by Blogger.